প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২১ ২৩:৪৮

ধুনটে সাবেক ইউপি চেয়ারম্যান সহ আ’লীগের আরো ৮ নেতাকে দল থেকে বহিস্কার

ধুনট বগুড়া প্রতিনিধি
ধুনটে সাবেক ইউপি চেয়ারম্যান সহ আ’লীগের
আরো ৮ নেতাকে দল থেকে বহিস্কার

বগুড়ার ধুনট উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার মার্কার প্রার্থীর বিপক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ ৮ জন নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। 

শনিবার রাতে গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ সরকার ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

তবে এর আগেও একই অভিযোগে গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম তছুকে দলকে থেকে বহিস্কার করা হয়। 

সম্প্রতি বহিস্কৃতরা হলেন, গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের ১নং সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীন আওয়ামীলীগ নেতা গোলাম হোসেন সরকার, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু শাহিন ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান।

এবিষয়ে গোপালনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলম বলেন, এই সকল নেতারা আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের সাথে বেঈমানী করেছেন এবং নৌকা মার্কাকে পরাজিত করতে ব্যাপক ভূমিকা পালন করেছেন। তাই তাদেরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। 

তবে এসব বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার বলেন, বিগত নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কিন্তু এই নির্বাচনে মনোয়ন না পেয়ে দলের প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন থেকে সড়ে দাড়িয়েছি। 

কিন্তু তারপরও রাজনৈতিক প্রতিহিংসার কারনে আমাকে অবৈধভাবে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে