প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২১ ২৩:৫৩
শেরপুরে দুইবাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ১ আহত ২০
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত এবং কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। এতে শ্যামলী পরিবহনের চালক নুরুল ইসলাম(৫০) ঘটনাস্থলেই মারা যায়। সে দিনাজপুরের সদর উপজেলার নিউটাউন গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
শনিবার (১৮ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. নাদির হোসেন জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের সাথে গাজীপুরগামী সুর্য পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।
এসময় ফায়ার সার্ভিসকর্মী ও হাইওয়ে পুলিশ আহত ২০জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আরো ৩ জনের অবস্থা আশংকাজনক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন