প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২১ ১৭:০০

রংপুরে প্রতীকী নৌকায় আগুন

অনলাইন ডেস্ক
রংপুরে প্রতীকী নৌকায় আগুন

রংপুরের গঙ্গাচড়ায় নোহালী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ওই ইউনিয়নের লাঙল প্রতীকের প্রার্থীর বাড়ি সংলগ্ন এবং আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম জমিদারের বাড়ির সামনে বাঁধের পাড়ে টানানো কাঠ ও বাঁশ দিয়ে বানানো প্রতীকী নৌকায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২৬ ডিসেম্বর এ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে বাঁধের পাড়ে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ টিটুলের সমর্থকরা বাঁশ-কাঠ দিয়ে নৌকার প্রতীকী টানায়। শনিবার রাত আড়াইটার দিকে কে বা কারা ওই সেটাতে আগুন দেয়। রোববার (১৯ ডিসেম্বর) সকালে ঘটনা জানাজানি হলে নৌকা প্রতীকের সমর্থকরা সেখানে জড়ো হয়।

এ ঘটনায় লাঙল প্রতীকের প্রার্থী আশরাফ আলীকে দায়ী করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন আবুল কালাম আজাদ টিটুল।

তবে অভিযোগ অস্বীকার করে আশরাফ আলী বলেন, গভীর রাতে কে বা কারা নৌকা প্রতীকে আগুন দিয়েছে তা জানা নেই। অথচ দোষ আমার ওপর চাপানো হচ্ছে।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতের পাশাপাশি আচরণবিধি মেনে নৌকার প্রতীকী টানানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রংপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। সবাইকে শান্ত থাকারও আহ্বান জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে