বিকেএসপি বিভাগীয় শাখা বগুড়ায় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন
![বিকেএসপি বিভাগীয় শাখা
বগুড়ায় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন](./assets/news_images/2021/12/22/channel-i-bksp.jpg)
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি'র রাজশাহী বিভাগীয় শাখা বগুড়ায় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের শহীদ খোকন পার্ক সড়কে মানববন্ধনে অংশ নেন সাবেক বর্তমান ক্রীড়াবিদ, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সংগঠকরা। মানববন্ধন শেষে বেলা তিনটায় জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন সিআইপি স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, প্রতিটি বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা করা হবে। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় জাতীয় ক্রীড়া ঐতিহ্য অত্যন্ত ক্রীড়া সমৃদ্ধ। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার, ব্যাডমিন্টন সহ প্রতিটি খেলায় জাতীয় পর্যায়ে বগুডার ফলাফল উল্লেখযোগ্য। জাতীয় পর্যায়ে ফুটবলে বড়কালু খাঁ, অমলেশ সেন, শাহিনুল কবির শিমুল, সাফিনুর রহমান স¤্রাট, মাকছুদুল আলম বুলবুল, নাবিব নেওয়াজ জীবন। ক্রিকেটে রওনক ইসলাম টুটুল, মুশফিকুর রহিম মিতু, শফিউল ইসলাম সুহাশ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম, রিতুমনি, খাদিজাতুল কুবরা, শারমিন সুলতানা। সাঁতারে নিয়াজ আলী, মরিয়ম বেগম, রাব্বী হাসান। ব্যাডমিন্টনে গোপাল তেওয়ারী, আহসান হাবীব পরশ, জাকারিয়া, সঞ্জয়সহ অসংখ্য খেলোয়াড় রয়েছে বগুড়ায়। উদীয়মান প্রতিভাবান খেলোয়াড় যারা অদুর ভবিষ্যতে জেলা তথা দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম হবে। বগুড়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠিত হলে উত্তরবঙ্গের প্রতিটি জেলা উপকৃত হবে। ভৌগলিক দিক থেকে বগুড়া উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হওয়ায় পার্শ্ববর্তী সকল জেলার সাথে সড়ক ও রেলপথে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। বগুড়ায় বিকেএসপি'র শাখা প্রতিষ্ঠা হলে উত্তরবঙ্গের সকল জেলার ক্রীড়াঙ্গন উন্নত ও সমৃদ্ধ হবে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি বগুড়ায় প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত মানববন্ধনে বগুড়া জেলার সকল সাবেক ক্রীড়া সংগঠক ও সর্বস্তরের ক্রীড়া প্রেমিরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, আলহাজ্ব শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সার্জিল আহমেদ টিপু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি সাবেক ক্রীড়াবিদ শেখ আকতার হোসেন হিরু, সাধারণ সম্পাদক নুরুল বাসার চন্দন, বগুড়া জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য আলাউদ্দিন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দিলরুবা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, ক্রীড়া সংগঠক এডোনিস তালুকদার বাবু, তানভীর আলম রিমন, শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, ফুটবলার মাকসুদুল আলম বুলবুলসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, ক্রীড়া সংগঠকবৃন্দ অংশগ্রহণ করেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন