প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে বগুড়ায় সমন্বয় কমিটির সভা
![প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা
দূরীকরণে বগুড়ায় সমন্বয় কমিটির সভা](./assets/news_images/2021/12/22/WDDF-News-RIkta-aapa.jpg)
প্রতিবন্ধী নারীর প্রতি সহিংসতা দূরীকরণে উইমেন উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডাব্লিউডিডিএফ) এর আয়োজনে বগুড়া সদর উপজেলার সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কক্ষে সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সমন্বয় কমিটির সভাপতি হিসেবে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া খাতুন রিক্তা তার বক্তব্যে বলেন, একটি সময় ছিল যখন প্রতিবন্ধী নারী এবং এই জনগোষ্ঠীর সকলে তাদের নুন্যতম অধিকার থেকেও বঞ্চিত হতো। কিন্তু বর্তমান সরকার পর্যায়ক্রমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর তালিকা করে তাদের শতভাগ ভাতার আওতায় এনেছে এবং নিশ্চিত করেছে তাদের নাগরিক অধিকারসহ ন্যায্য পাওনা যা ইতিবাচক পরিবর্তনের শুভ সূচনা। তিনি বলেন, ডাব্লিউডিডিএফ যেহেতু এই জনগোষ্ঠীকে নিয়ে স্বচ্ছভাবে কাজ করছে তাই তাদের মাধ্যমেই এখন তৃণমূল পর্যায়ে সহিংসতা বন্ধে ব্যাপক প্রচারণা করতে হবে এবং বগুড়াতে সচেতনতার বলয় গড়ে তুলতে হবে।
সভায় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধিগণ যথাক্রমে এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবিএম এবাদৎ হোসেন, সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শানিয়াত ফাতেমা, সাংবাদিক প্রতিনিধি হিসেবে দৈনিক ভোরের দর্পণের স্টাফ রিপোর্টার ইলিয়াস হোসেন এবং দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়। সভায় এসময় উপস্থিত ছিলেন ডাব্লিউডিডিএফ এর প্রোজেক্ট ফ্যাসিলিটেটর যথাক্রমে গোলাম কিবরিয়া ও ফারহানা খাতুন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন