নামুজায় আইডিয়াল প্রি-ক্যাডেট পাবলিক স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা সভা

গতকাল বুধবার সকাল ১১টায় বগুড়া সদরের নামুজা বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট পাবলিক স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একেএম আব্দুল হান্নান আজাদ অবসরপ্রাপ্ত এজিএম সোনালী ব্যাংক লিমিটেড। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নামুজা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, নামুজা সরকারি প্রাতমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রশিদ মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিরব গ্লোবাল স্কুলের পরিচালক সফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন আব্দুল হানান। এসময় উপস্থিত ছিলেন শিল্পপতি মাহবুবুর রহমান, নামুজা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি শহিদুল ইসলাম, নব-নির্বাচিত ইউপি সদস্য রুবেল হোসেন, শ্রমিক নেতা কামরুল ইসলাম, প্রবীণ আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, ইলিয়াস হোসেন, আকরাম হোসেন প্রমূখ। পরিচালনায় ছিলেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহিম ও প্রধান আবু তাহের।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন