প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২১ ২০:০৮

বগুড়া পৌরবাসীর জন্যে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিল ভারত

ষ্টাফ রিপোর্টার
বগুড়া পৌরবাসীর জন্যে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স দিল ভারত

বগুড়া পৌরসভার জনসাধারণের দ্রুত স্বাস্থ্য সেবা  নিশ্চিত করতে অত্যাধুনিক এ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে ভারতীয় হাই কমিশন। রবিবার বেলা ১১টার দিকে মেয়র রেজাউল করিম বাদশার হাতে প্রধান অতিথি হিসেবে চাবি হস্তান্তর করেন ভারতীয় হাই কমিশন রাজশাহীর সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী।

এসময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, বগুড়া ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্সের পরিচালক তৌফিকুর রহমান বাপ্পী ভান্ডারী, বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, বগুড়া পৌরসভার সচিব রেজাউল করিম, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রোস্তম আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সরকারসহ বগুড়া পৌরসভার সকল কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে