প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২১ ২০:১৭

বগুড়ায় জাতীয় কবির বিদ্রোহী কবিতার শতবর্ষপূর্তি উৎসব পালন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় জাতীয় কবির বিদ্রোহী কবিতার শতবর্ষপূর্তি উৎসব পালন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় বগুড়া শহরের মুজিবমঞ্চে নজরুল পরিষদ বগুড়ার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল পরিষদের সভাপতি এড মন্তেজার রহমান মন্টুর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম।

প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার বক্তব্যে বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গেয়েছেন। বাংলা সাহিত্য-সংগীতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। কবি নজরুলের লেখনীতে ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান এবং বাঙালির মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা পেয়েছি আমরা। কবি নজরুলের আজীবন সাধনা ছিল সমাজের শোষিত ও নিপীড়িত মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি এবং মানুষের সামাজিক মর্যাদার স্বীকৃতি অর্জন। তার সাহিত্যকর্মে উচ্চারিত হয়েছে পরাধীনতা, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের বাণী।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি তৌফিক হাসান ময়না, স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদের সাধারণ সম্পাদক হাকিম এম এ মজিদ মিয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ আলিম। বক্তব্য রাখেন নান্দনিক নাট্য দলের সাধারণ সম্পাদত খলিলুর রহমান চৌধুরী, কবিতা পাঠ করেন এড: নুরুল ইসলাম চৌধুরী। কাজী নজরুল ইসলাম এর বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন ফজলে রাব্বী, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে উদীচী বগুড়া জেলা সংসদ, প্রনব সান্ন্যাল, মনিকা, অর্পিতা, নাফিসাসহ অন্যান্য শিল্পীবৃন্দ। 

দৈনিক চাঁদনী বাজার  / সাজ্জাদ হোসাইন

উপরে