শিবগঞ্জে দারুল ইসলাহ্ নূরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার সেবা ভিলায় প্রতিষ্ঠিত ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আর্ন্তজাতিক মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাহ্ নূরানী মাদ্রাসা অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার শিবগঞ্জ বাইতুর রহমান মসজিদ চত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ওহিদুল আনোয়ার রুবেল। আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের মাদ্রাসার মুহতামিম মাও: মোঃ এনামুল হক, কাউন্সিলর রুহুল আমিন সরকার, সেবা ট্রেডার্স পরিচালক মসফিকুর আনেয়ার চম্পক, প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হাফেজ মাও: মোঃ রাফিউল আনোয়ার প্যারিস, প্রতিষ্ঠানের শিক্ষক মাও: মোঃ মিজানুর রহমান, মোঃ হেফজুল বারী, শাকিরুল ইসলাম, আবু হাসান, মোঃ শাহিন, মোঃ সুজন মিয়া, মোঃ আবু জাফর, অভিভাবক মাও: শরিফুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদেও মধ্যে মোছাঃ রজনী খাতুন, মোঃ সাদিকুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষাথীদের সম্মাননা স্বারক ও পুরস্কার প্রদান করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন