বগুড়ার আশোকোলা যুবসংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া, শীতবস্ত্র ও পুরস্কার বিতরণ
গতকাল শনিবার সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বগুড়া সদরের নুনগোলা ইউপির আশোকোলা পূর্বপাড়া নিউ যুবসংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, শীতবস্ত্র ও পুরস্কার বিতরণ এবং সংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুনগোলা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম। পৃষ্ঠপোষকতায় ছিলেন আসাদ-উদ-দৌল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্ডিহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সোবাহান সবুজ, দলিল লেখক আলহাজ্ব আব্দুল মতিন, ভূমি কর্মকর্তা আমজাদ হোসেন, নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার হালিমা বেগম, ইউপি সদস্য সোহেল রানা ঘটু, আব্দুল মজিদ, সদস্য তাজুল ইসলাম তাজু, সদস্য রাব্বি হোসেন, আজিজার রহমান আজি, খলিল পাইকাড় সহ অত্র ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
