বগুড়ায় শুদ্ধস্বরের বিজয়ের সুবর্ণজয়ন্তী: প্রত্যাশা প্রাপ্তি ও দায়বদ্ধতা শীর্ষক আলোচনা
.jpg)
বিজয়ের সুবর্ণজয়ন্তী: প্রত্যাশা প্রাপ্তি ও দায়বদ্ধতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান শুদ্ধস্বর বগুড়ার উদ্যোগে সোমবার ২৭ ডিসেম্বর বেলা ৩টায়, ম্যাক্স মোটেল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার সাবেক অধ্যক্ষ শামস্ উল আলম জয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. রফিকুল ইসলাম লাল এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন স্পেশাল ট্রাইবুনাল-এর সাবেক পিপি এ্যাড. মনতেজার রহমান মন্টু। এরপর মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন তছলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শুদ্ধস্বর’র সহ-সভাপতি আব্দুল্লাহেল কাফি তারা, কুঁড়ি’র যুগ্ম-সম্পাদক জিল্লুর রহমান শামীম, আবেদা আশরাফ প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন করেছিলেন। স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা ছিল ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, নিরক্ষরমুক্ত, দুর্নীতিমুক্ত, শোষণ-নির্যাতনমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আমাদের দেশপ্রেমের অভাবে প্রত্যাশিত প্রত্যাশা শতভাগ পূরণ না হলেও অনেক প্রত্যাশায় পূরণ করেছে বর্তমান সরকার। বিজয়ের সুবর্ণজয়ন্তীতে এসে আমাদের ফিরে দেখার সময় হয়েছে। এই ফিরে দেখার মধ্য দিয়ে আমরা নিজেদের দায়বদ্ধতা ভূমিকা রাখার বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। তবেই আমাদের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন সার্থক হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুদ্ধস্বর’র সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন