গাবতলীতে ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক বলেছেন, আগামী ৫জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরেপক্ষ ও বিশ্বাস যোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন মানুষের বিশ্বাস স্থাপনের নির্বাচন। ভোটারদের মাঝে যে ভ্রান্ত ধারণা রয়েছে তার অবসান হবে এই নির্বাচনের মাধ্যমে। কেউ গুজবে কান দিবেন না। তিনি সকল প্রার্থীদের হুশিয়ারী দিয়ে বলেন, যদি কোন প্রার্থী ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা কিংবা ভোট কেটে নেয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, ভোটের মাঠে যদি কোন প্রার্থী কালো টাকা ব্যবহারের চেষ্টা করে তবে তাকে হাতেনাতে ধরে প্রশাসনের হাতে তুলে দিবেন। প্রশাসন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে গাবতলী মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউএনও রওনক জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ ও জেলা নির্বাচন অফিসার মাহবুব আলম শাহ। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) মোঃ নাজরান রউফ, মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার শাহ, উপজেলা মৎস্য অফিসার আরিফ আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল হকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগণ। সভাটি পরিচালনা করেন ছিলেন বগুড়া সদর নির্বাচন অফিসার এস.এম জাকির হোসেন। এ সময় প্রিজাইডিং অফিসারগণ, প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন