শাজাহানপুরে চোপীনগর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণ-সংবর্ধনা

বগুড়ার শাজাহানপুরে চোপীনগর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গণ-সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২টায় বড় পাথার উচ্চ বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের নবাগত চেয়ারম্যান মাহফুজার বাবলু সহ সকল ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যদের এ গণসংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি টি জামান নিকেতা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপিএম সুলতান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, এ কে এম ফজলুল হক মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এইচ এম কামাল হোসেন জুয়েল, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাদশা আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আজাদ পলাশ প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন