প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২১ ২০:০৯
তালোড়া নাগর থিয়েটারের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
.jpg)
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নাগর থিয়েটারের আয়োজনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও থিয়েটারের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। এ উপলক্ষে তালোড়া রেল স্টেশন এলাকায় থিয়েটারের সভাপতি আ’লীগ নেতা আবু তাহের রানার সভাপতিত্বে ও তালোড়া পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও থিয়েটারের সাংগঠনিক সম্পাদক সাগর মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। সন্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা আ’লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোখলেছার রহমান, ডাঃ শফিউল করিম তালুকদার মিন্টু, থিয়েটারের সাধারণ সম্পাদক ইনসান আলী বয়াতী প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধণা প্রদান করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘যাদুর চশমা’ পরিবেশিত হয়। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ ও থিয়েটারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন