বগুড়া ‘চিরঞ্জীব মুজিব’র অভিনেতা রুবেল ও পূর্ণিমা

বগুড়া মাতিয়ে দিলেন ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের অভিনেতা আহম্মেদ রুবেল ও অভিনেত্রী পূর্ণিমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের প্রচার প্রচারণায় বগুড়ায় অবস্থান করছেন অভিনেতা আহম্মেদ রুবেল ও অভিনেত্রী পূর্ণিমা।
বৃহস্পতিবার সোয়া তিনটায় বগুড়া শহরের সাতমাথাস্থ মুজিব মঞ্চে উঠেন ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার অভিনেতা আহম্মেদ রুবেল ও অভিনেত্রী পূর্ণিমা। এসময় উপস্থিত দর্শক ও শ্রুতারা হুমড়ি খেয়ে পরেন এই দুই তারকাকে দেখতে। বগুড়া শহরের সাতমাথা পরিপূর্ণ হয়ে যায় সাধারণ মানুষের ভিড়ে।
মঞ্চে উঠে দুই তারকাই উপস্থিত সকলকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানান। এসময় দুইজনই বলেন, তারা এই সিনেমায় অভিনয় করতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করছেন।
পরে একই মঞ্চে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, চলচ্চিত্রের পরিচালক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা য্বুলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
আলোচনা শেষে জেলা যুবলীগের আয়োজনে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সন্ধ্যায় মুজিব মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে কণ্ঠশিল্পী নোলক বাবু ও কণ্ঠ শিল্পী শিল্পী বিশ^াস সঙ্গিত পরিবেশন করেন। ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমা মুক্তি পাচ্ছে বগুড়ায় ৩১ ডিসেম্বর থেকে।
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি আগামী ৩১ ডিসেম্বর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পাবে। পর্যায়ক্রমে সারা দেশের সিনেমা হল বা সিনপ্লেক্সে প্রদর্শীত হবে। প্রদর্শনের আগে সিনেমাটির প্রচার প্রচারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম চলচ্চিত্রের পরিচালক।
জানা যায়, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অংশ তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানান সংগ্রাম আর চড়াই-উৎরাইয়ে মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে ‘চিরঞ্জীব মুজিবে’। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু এবং বাঙালির মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন করা হয়েছে। ৩১ ডিসেম্বর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’। আপাতত দেশের একমাত্র এই সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হলেও, পর্যায়ক্রমে সেটি সারা দেশের সিনেমা হল বা সিনপ্লেক্সে প্রদর্শন করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন