গোবিন্দগঞ্জে একতা অটোমেটিক রাইচ মিল অ্যান্ড ফুড ইন্ড্রাট্রিজে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৫ কোটি টাকার ক্ষতিসাধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একতা অটোমেটিক রাইস মিল অ্যান্ড ফুড ইন্ড্রাট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫ কোটি টাকার যন্ত্রপাতির পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
বুধবার (২৯ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘোড়াঘাট ও গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অবশিষ্ট আগুন নিভিয়ে মিলটিকে সম্পূর্ণ ধ্বংসস্তুপ থেকে রক্ষা করে। এ ঘটনায় মিলটির মূল্যবান যন্ত্রপাতি আগুনে পুড়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতিসাধন হয়।
সরেজমিনে উপস্থিত হলে মিলের কর্মকর্তা-কর্মচারীরা জানান, মিলের উত্তর পাশ থেকে সাইক্লোন পাইপের হেয়ারইটার দিয়ে আগুন জ্বলতে দেখে গোবিন্দগঞ্জগামী একাধিক ট্রাক ড্রাইভার আগুন ধরেছে বলে চিৎকার করে। পরে মিলের নাইটগার্ড ও অন্যান্য শ্রমিকরা বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে ও পাশ্ববর্তী ফায়ার স্টেশনে খবর দেয়।
মিলের ইনচার্জ-ফোরম্যান আকিমুল ইসলাম জানান, গত মঙ্গলবার (২৮ ডিস্মেবর) দিবাগত মধ্যরাতে মিলে সমস্যা দেখা দিলে পুরো মিলটি বন্ধ করে দেয়া হয়। পরদিন মিলটির যান্ত্রিক ত্রুটি সারিয়ে পরীক্ষামূলক চালু করে আবার তা বন্ধ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে লেবার-শ্রমিকদের অংশগ্রহণে মিলটি চালু করার কথা। সেজন্য ভেতর ও বাহিরে পরিষ্কারও করা হয়। কিন্তু রাতের বেলায় হঠাৎ করে বাহিরে নির্গত গ্যাস ও ব্র্যান ব্লুয়ার পাইপে অগ্নিকাণ্ডের সূত্রপাতে তা মিলের ভেতরে প্রবেশ করে প্রায় ১৩টি উচ্চক্ষমতাসম্পন্ন মোটর ও সেই সাথে বিদেশ থেকে আমদানী করা ৪টি মেশিন পুড়ে যায়। এতে করে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
মিলটির সহকারী পরিচালক রায়হানুল ইসলাম রাজু জানান, আজ বিকাল থেকে মিলটি পরীক্ষা শেষে সকল বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছিল। তারপরেও পিছনের পাইপ দিয়ে আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত ও নাশকতামূলক হতে পারে। শত্রুতামূলক কেউ বাহিরে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ দ্বারা সাইক্লোন পাইপের মুখে আগুন দিয়ে থাকতে পারে। এছাড়া বাহির থেকে আগুন লাগানোর মতো কোনো কারণ নেই; পাশাপাশি মিলটি সম্পূর্ণ বিদ্যুৎবিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।
এদিকে মিল ম্যানেজার হাসানুল ইসলাম জানান, এখানে প্রায় চারশ লোক নিয়মিত কাজ করে। মিলটি সমস্যা দেখা দেওয়ায় মঙ্গলবার বন্ধ করে শ্রমিকদের ছুটি দেয়া হয়। পরের দিন মিলটি একটি মোটর বদল করে তা ট্রায়াল দিয়ে ওকে করা হয় এবং আগামীকাল সকাল থেকে শ্রমিকদের উপস্থিতিতে মিলটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়। তার আগেই এ অবস্থায় মিলটির ভিতরে আগুনের সূত্রপাতের কোনো অবকাশ নেই। এছাড়া আগুন শুরুতে মিলটির বাহিরের দেখা দেয়। ফলে এটি পরিকল্পিত নাশকতা হতে পারে।
এদিকে মিল মালিক ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে (গত ২৬ ডিসেম্বর) সদ্য পরাজিত প্রার্থী মো. রেজাউল করিম রফিকের ভাগিনা আ. লতিফ জানান, আমাদের অর্থনৈতিকভাবে ধ্বংস করতেই আমাদের প্রতিপক্ষ বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। নির্বাচনের পরদিন থেকে তারা আমাদের লোকদের ও জানমালেরর ওপর বার বার হামলা করে আসছে। তারই ধারাবাহিকতায় মিলটি বন্ধ থাকার সুযোগে পেট্রোল বা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে বাহির পাশ দিয়ে মিলটিকে পুড়ে ধ্বংস করতে এ কাজ করেছে বলে অভিযোগ করেন।
তবে এ বিষয়ে প্রতিপক্ষ প্রার্থীর সাথে রাতেই কথা বললে তিনি বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় গোবিন্দগঞ্জ স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেই আমাদের ও ঘোড়াঘাট ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে রাত ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনের সূত্রপাত্র বিষয়ে এখনো তদন্ত চলমান আছে। তদন্ত শেষে মূল কারণ উদঘাটন সম্ভব বলে তিনি জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন