বগুড়ায় মুক্তি পেল ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমা দেখতে হলে দর্শকদের ভিড়

দেশের মধ্যে বগুড়ায় প্রথম মুক্তি পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র। শুক্রবার মুক্তির প্রথম দিনে অভিজাত মধুবন সিনেকপ্লেক্সে সাধারণ দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। সাধারণ দর্শকরা সিনেমাটি দেখতে ভিড় করছে সিনেমা হল প্রাঙ্গনে। প্রথম দিনের দর্শকদের আকর্ষণের আরো কেন্দ্র বিন্দু ছিল সিনেমাটির অভিনেতা আহম্মেদ রুবেল।
৩৬৫ সিটের বগুড়ার মধুবন সিনেকমপ্লেক্সে প্রথম শোতে প্রায় ২৫০ এর মত দর্শক ছিল। শুক্রবার সন্ধ্যায় ৬টার শোতে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল। টিকিটের মুল্য না বাড়লেও ১০০ টাকা, ২০০ টাকা ও ৩০০ টাকা টিকিটের দাম রাখা হয়েছে।
জানা যায়, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অংশ তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রাজনৈতিক নেতা থেকে নানান সংগ্রাম আর চড়াই-উৎরাইয়ে মধ্য দিয়ে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার সময়গুলো চিত্রায়ন করার চেষ্টা করা হয়েছে ‘চিরঞ্জীব মুজিবে’। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা রেণুর চরিত্র রূপায়ন করেছেন পূর্ণিমা এবং বঙ্গবন্ধুর বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে খায়রুল আলম সবুজ এবং দিলারা জামান। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু এবং বাঙালির মুক্তিসংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরতে চলচ্চিত্রটির নির্মাণ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
৩১ ডিসেম্বর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পায় ‘চিরঞ্জীব মুজিব’। আপাতত দেশের একমাত্র এই সিনেপ্লেক্সে চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হলেও, পর্যায়ক্রমে সেটি সারা দেশের সিনেমা হল বা সিনপ্লেক্সে প্রদর্শন করা হবে। এর আগে ৩০ ডিসেম্বর বগুড়া শহরের সাতমাথাস্থ মুজিবমঞ্চে ‘চিরঞ্জীব মুজিব’ সিনেমার প্রচারণায় অংশ নেন অভিনেতা আহমেদ রুবেল ও অভিনেত্রী পূর্ণিমা।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও চলচ্চিত্রের পরিচালক নজরুল ইসলাম জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি ৩১ ডিসেম্বর বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। পর্যায়ক্রমে সারা দেশের সিনেমা হল বা সিনপ্লেক্সে প্রদর্শীত হবে। বগুড়ায় প্রথমদিনে দর্শক দেখে তিনি উচ্ছ্বাসিত হয়ে বলেন, সিনেমা হলে এসে দর্শক সিনেমা দেখছেন। এভাবে ভালোমানের সিনেমা নির্মাণ হলে হলে দর্শক আসবেই।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন