প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২২ ২৩:০৯

গাবতলীতে নির্বাচনী সহিংতায় ২জন আহত, মামলা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে নির্বাচনী সহিংতায় ২জন আহত, মামলা

বগুড়া গাবতলীর মহিষাবান ইউনিয়নে নির্বাচনী সহিংতায় আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকিউল হাসান শাপলার ২জন সমর্থক আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার মহিষাবান বাজারে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, ৫ই জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গত শুক্রবার বিকেলে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগ মনোনীত মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাকিউল হাসান শাপলা ও তার কর্মী-সমর্থকরা। নৌকা প্রতিকের নেতাকর্মীরা মহিষাবান বাজারে গিয়ে বিএনপির সমর্থক রফিকুল ইসলাম নামের এক মুদি দোকানীর কাছে ভোট চাইতে আসলে সে বলে ‘এখানে নৌকার কোন ভোট নাই।’ এমন কথার প্রেক্ষিতে বিএনপির সমর্থক রফিকুলের সাথে নৌকার নেতাকর্মীদের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রফিকুলের ভাতিজা আবু মুসা ও তার লোকজন মহিষাবান দীঘিরপাড়া গ্রামের মৃত আলতাফ মন্ডলের ছেলে আবু জাফর শিপু (৪৫) এবং একই গ্রামের কাদের মন্ডলের ছেলে আঃ রাজ্জাক (৫২)কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহতদেরকে গাবতলী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় জাকিউল হাসান শাপলা বাদী হয়ে ঘটনার রাতেই ১১জনের নাম উল্লেখ করে এবং ৫০/৬০জনকে অজ্ঞাত বলে মডেল থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে