প্রকাশিত : ৪ জানুয়ারী, ২০২২ ২২:৪৭

গাবতলীর ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫৯জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াই আগামীকাল

সংরক্ষিত ও সদস্য পদে লড়ছেন ৪শ’৭২জন
গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীর ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে 
৫৯জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াই আগামীকাল

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। বগুড়ার গাবতলী উপজেলার ৯টি ইউনিয়নের ৯৬টি ভোট কেন্দ্রে ৫৯জন চেয়ারম্যান প্রার্থী, ১’শ ২১জন সংরক্ষিত ও ৩’শ ৫১জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর মধ্যে ভোটের লড়াই হচ্ছে। সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্ণিং অফিসার মোছাঃ রওনক জাহান এবং উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন ধাপে ধাপে নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি একদিন আগেই সম্পন্ন করেছেন। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে থাকছেন ৯ ইউনিয়নে ১২জন ম্যাজিষ্ট্রেট রয়েছেন। এর মধ্যে নাড়ুয়ামালা ইউনিয়নে ২জন, দূর্গাহাটায় ২জন ও রামেশ্বরপুর ইউনিয়নে ২জনসহ ১২জন ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়াও ভ্রাম্যমান আদালতে ৩জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক টহলরত থাকবেন। নির্বাচনে ৩প্লাটুন বিজিবি ১২জন ম্যাজিষ্ট্রেট এর সঙ্গে নিয়োজিত থাকবেন। এছাড়াও ভোট কেন্দ্রে কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা ভোট গ্রহনের দায়িত্বে থাকবেন। ইতিমধ্যে গতকাল মঙ্গলবার সকল ভোট কেন্দ্রে ব্যালট বক্সসহ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং দায়িত্ব প্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যরা ভোট কেন্দ্রে পৌছেছেন। আজ বুধবার সকালে ৯৬টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হবে বলে উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন জানিয়েছেন। ৯টি ইউনিয়নে ১লাখ ৮১হাজার ৭’শ ২১জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ভোটার ৯১হাজার ২’শ ৪৫জন এবং ৯০হাজার ৪’শ৭৬ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে