প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২২ ২২:০৬

দুপচাঁচিয়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত বুধবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে যাঁরা নির্বাচিত হলেন তাঁরা হলেন জিয়ানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি সমর্থক আনোয়ার হোসেন(আনারস), ৬হাজার ৭’শ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান(নৌকা) পেয়েছেন ৫হাজার ২’শ ৬২ ভোট।  চামরুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলী(ঘোড়া), ৯হাজার ৫’শ ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম শাহ(চশমা) পেয়েছেন ৬হাজার ৮’শ ভোট। দুপচাঁচিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন(মোটরসাইকেল) ৬হাজার ৭’শ ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বাখের সেন্টু(নৌকা) পেয়েছেন ২হাজার ৭’শ ৬৪ ভোট। গুনাহার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাতায়ামের কর্ম পরিষদের সদস্য নূর মোহাম্মদ(চশমা), ১৪হাজার ৯’শ ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী জেলা আ’লীগের সাবেক সহসভাপতি শাহ মোঃ আব্দুল খালেক(নৌকা) পেয়েছেন ২হাজার ৯’শ ১৩ ভোট ও গোবিন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মল্লিক(আনারস) ৯হাজার ২’শ ৭৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের সাবেক আমীর মজিবর রহমান(চশমা) পেয়েছেন ৭হাজার ৫’শ ১৬ভোট।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন নির্বাচনে ৫টি ইউনিয়নে উল্লেখিত পাঁচ চেয়ারম্যান প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হওয়ার বিষটি নিশ্চিত করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে