প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২২ ২২:০৭

দুপচাঁচিয়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি

দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৫জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৫টি ইউনিয়নেই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ভরাডুবি হয়েছে। এ ইউনিয়নগুলোর মধ্যে তিনটি ইউনিয়নে তাঁরা দ্বিতীয় স্থান অধিকার করলেও ভোটের ব্যবধান ছিল অনেক বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবধান ছিল গুনাহার ইউনিয়নে। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গুনাহার ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন নূর মোহাম্মদের নিকট আ’লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি শাহ মোঃ আব্দুল খালেক ১১হাজার ৯’শ ৯৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। এছাড়াও জিয়ানগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিএনপি সমর্থক আনোয়ার হোসেনের নিকট আ’লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ১হাজার ৫’শ ১৭, চামরুল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলীর নিকট আ’লীগ মনোনীত প্রার্থী চামরুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন ৭হাজার ৬’শ ৬৩, সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের নিকট আ’লীগ মনোনীত প্রার্থী সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাখের সেন্টু ৩হাজার ৯’শ ৫৭  ও গোবিন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন মল্লিক এর নিকট আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মঞ্জু ৬হাজার ২’শ ২৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। সবগুলো ইউনিয়নেই এতবড় ব্যবধানে আ’লীগ মনোনীত প্রার্থী পরাজিত হওয়ায় এলাকায় জনগনের মাঝে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। 
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, ৫টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে উপজেলা আ’লীগের সিনিয়র নেতাদের সমন্বয়ে প্রত্যেক ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু ওয়ার্ড পর্যায়ে আ’লীগ নেতাকর্মীরা প্রায়ই ইউনিয়নেই সাধারণ সদস্য পদে প্রার্থী হওয়ায় তাদের পক্ষে বেশিরভাগ দলীয় নেতাকর্মীরা ভোট করায় এ পরাজয়ের মুল কারণ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে