প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২২ ২২:১৮

তথ্য প্রাপ্তি ও প্রচারে সন্মিলিতভাবে কাজের আহ্বান বগুড়া তথ্য অফিসের

ষ্টাফ রিপোর্টার
তথ্য প্রাপ্তি ও প্রচারে সন্মিলিতভাবে
কাজের আহ্বান বগুড়া তথ্য অফিসের

বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার কবির উদ্দিন বলেছেন, বর্তমান সরকার শহর থেকে গ্রাম একদম তৃণমূল পর্যায় পর্যন্ত ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নানা উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে যা সম্পর্কে সকলকে জানতে হবে। তথ্য প্রাপ্তি ও প্রচারে বগুড়ায় জেলা তথ্য অফিস কাজ করে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে সকল শ্রেণীপেশার মানুষের সন্মিলিত অংশগ্রহণ নিশ্চিত হলে সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমে সরকারের উন্নয়মূলক সুযোগ-সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২১-২০২২ এর আলোকে অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি বলেন, সাধারণ মানুষ শুধুমাত্র সঠিক তথ্য জানতে পারেনা বলে সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় এবং মাঝে অবৈধ সুযোগ হাতিয়ে নেয় এক শ্রেণীর সুবিধাবাদী চক্র। সরকারের বিশেষ প্রকল্পের সুবিধাসমূহ তথা বিভিন্ন দপ্তর কি কি সেবা সাধারণ মানুষের জন্যে দিয়ে যাচ্ছে তা প্রচারে তিনি গণমাধ্যমকর্মীদেরও নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান। এছাড়াও তিনি বগুড়ার আপামর জনসাধারণ কে যেকোন সময় তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে যেকোন সহযোগিতায় তথ্য অফিসের সহযোগিতা নেওয়ার উদ্বার্ত আহ্বান জানান। সভায় এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন মোস্তাকিম হোসাইন, রেডিও মুক্তির স্টেশন ম্যানেজার আরিফুল ইসলাম, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, রেডিও মুক্তির স্টেশন ইনচার্জ  জাহিদ হাসান, পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পী, গণমাধ্যমকর্মী যথাক্রমে আল-আমিন মন্ডল, মিরাজুল ইসলাম প্রমুখ। ভবিষ্যতে জেলা তথ্য অফিসের মাধ্যমে বগুড়ার বিভিন্ন পর্যায়ের মানুষের সক্রিয় অংশগ্রহণে পর্যায়ক্রমে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নেয়া প্রসঙ্গে সভায় নানাবিধ পরিকল্পনাও করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে