প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২২ ২২:১৯

বগুড়ায় বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী পরিচালকের সাথে ব্যাংকারদের সভা

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বাংলাদেশ ব্যাংক এর নির্বাহী
পরিচালকের সাথে ব্যাংকারদের সভা

বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত নির্বাহী পরিচালক শেখ মোঃ সেলিমের সাথে বগুড়াস্থ সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অঞ্চল ও শাখা প্রধানদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক বগুড়ায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাহী পরিচালক শেখ মো: সেলিম ব্যাংকারদের সুনির্দিষ্ট নানা দিক-নির্দেশনা প্রদান করেন। যার মাঝে উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো ব্যাংকগুলোকে আমানত সংগ্রহ ও ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট হতে হবে। খেলাপী ঋণের হার কাঙ্খিত মাত্রায় নামিয়ে আনার লক্ষ্যে খেলাপী ঋণ আদায় কার্যক্রম জোরদার করতে হবে। অন্য ব্যাংকের লোন টেকওভার না করে নতুন উদ্যোক্তা বা ব্যবসায়ী খুঁজে বের করে তাদের ঋণ প্রদান করতে হবে। ঋণগ্রহীতা নির্বাচনের ক্ষেত্রে তার ঋণ পরিশোধের সামর্থ্য ও ইচ্ছা বিবেচনায় নিতে হবে। ঋণগ্রহীতাদের ঋণ প্রদানে ওভার ফাইন্যান্সিং/আন্ডার ফাইন্যান্সিং পরিহার করতে হবে। সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৪ সালের মধ্যে মোট সিএমএসএমই ঋণের অন্তত ১৫% নারী উদ্যোক্তাদের মাঝে বিতরণে সচেষ্ট হতে হবে। কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য সঠিক ব্যক্তিকে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে এবং কোভিড-১৯ মহামারি ও অন্যান্য কারণে গ্রামে ফিরে যাওয়া জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনে “ঘরে ফেরা” বিষয়ক পুনঃঅর্থায়ন স্কিম বাস্তবায়নে তৎপর থাকতে হবে। সভায় অংশগ্রহণকারীরাও নির্বাহী পরিচালকের এমন নির্দেশনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীলতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে