বগুড়ায় লোক গবেষক দুলালের স্মরণে শোকাঞ্জলি

বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া থিয়েটারের সেলিম আল দীন মুক্তমঞ্চে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য লোক গবেষক কাজী সাইদ হোসেন দুলালের স্মরণ সভা শোকাঞ্জলি অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রন্ড অঞ্চলের আয়োজনে বগুড়া থিয়েটারের সভাপতি বজলুর রশিদ রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান, মরহুম কাজী সাইদ হোসেন দুলালের কন্যা কাজী রাফিয়া সাইদ, বাংলাদেশ গ্রাম থিয়েটারের রংপুর বিভাগীয় সমন্বয়কারী আলমগীর হোসেন বাদল, সাবেক কোষাধ্যক্ষ নাট্যকর্মী বদরুল আলম, গাইবান্ধার অন্তরঙ্গ থিয়েটারের সভাপতি সাজু সরকার, কাহালু থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাদ আলী বাদশা, নান্দনিক থিয়েটারের সভাপতি খলিলুর রহমান চৌধুরি, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, বগুড়া কলেজ থিয়েটারের সভাপতি রবিউল করিম হৃদয়।
স্মরণ সভা শোকাঞ্জলিতে বক্তারা বলেন, বাংলা নাটকের রাখাল রাজা ছিলেন কাজী সাইদ হোসেন দুলাল। বাংলার লোক গবেষণায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সেলিম আল দীনের স্বপ্নকে ধারণ করে, নাটকের বরপুত্র নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পথ ধরে কাজ করে গেছেন। আপাদমস্তক বাংলা নাটক নিয়ে কাজ করে গেছেন। সংসার জীবন ছেড়ে থিয়েটারের কাজে সারাদেশে কাজ করে গেছেন। বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক কনক কুমার পাল অলকের সঞ্চালনায় কাজী সাইদ হোসেন দুলালের স্মরণ সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন