প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২২ ২৩:১৮

শিবগঞ্জে জমি-জমা সংক্রান্ত জের ধরে অসহায় পরিবারের ৩ সদস্যকে মারপিট করে আহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে জমি-জমা সংক্রান্ত জের ধরে অসহায়
পরিবারের ৩ সদস্যকে মারপিট করে আহত

 বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গোপি বল্লভপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের ৩ ব্যক্তিকে পিটিয়ে আহত করার ঘটনায় শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা যায়, একই  এলাকার জিয়াউল রহমান, আশাফুল ইসলাম, মোফাজ্জল মন্ডল, মোর্শেদা খাতুন, নাজমিন বেগম, বাবলী বেগম, জাহানারা বেগম জমা-জমার বিরোধের জের ধরে  পূর্ব শত্রুতা মূলক পরিকল্পিত ভাবে  শনিবার সকাল ৯টায় বুনামতলা থেকে ফেরার পথে  প্রতিপক্ষরা  দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মোকাম্মেল এর পথরোধ করে তাকে বেধরক ভাবে মারপিট করে আহত করে। এসময় মোকাম্মেল এর ছেলে মামুনুর রশিদ ও স্ত্রী সাহেলা বেগম  এগিয়ে আসলে তাদেরকেও বেধরক ভাবে মারপিট করে গুরুতর জখম প্রাপ্ত করে। এলাকাবাসী আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মাথায় ও হাতে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় বেশ কয়েকটি সেলাই প্রদান করেন। তাদের অবস্থা আশংকা জনক হলে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মোকাম্মেল হক  বলেন, তাদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত ব্যাপারে প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিলো। আমাকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে আমাকে সহ  আমার স্ত্রী ও ছেলেকে মারপিট করে আহত করেছে। এব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ  সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

   দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে