প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২২ ২৩:২১

গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ষ্টাফ রিপোর্টার
গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্যতম বৃহত্তম সাংবাদিক সংগঠন গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন দ্বিতীয় বর্ষ পূর্তি এবং তৃতীয় বর্ষে শুভ যাত্রালগ্নে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী অনাড়ম্বর পরিবেশে উদযাপন করেছে। 
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চারমাথা, মহিমাগঞ্জ রোড, হক ম্যানশনের নিচ তলায় প্রেস ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, কেক কর্তন ও নৈশ্য ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ‘সত্যের সন্ধানে, সংবাদের শিখড়ে, দেশের টানে সবসময়’ এই প্রতিপাদ্যে উপজেলার সর্বস্তরের প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। সাংবাদিকদের মান উন্নয়ন ও তাদের দুর্দিনে সকলে একাত্মা অঙ্গীকারে এমন মিলন মেলা অব্যাহত রাখার দাবি জানান। পরে দ্বিতীয় বর্ষ পূর্তির কেক কর্তন করা হয়। শেষে রাত ১০টায় উপস্থিত সকলে নৈশ্যভোজে অংশ নেন।
আলোচনা সভায় সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক ও গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সভাপতি প্রভাষক আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মামুন হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহমেদ, সম্পাদক রাসেল কবির, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, রিপোর্টার্স ফোরামের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কাটাখালী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মোয়াজ্জেম হোসেন আকন্দ, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, চ্যানেল আই গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, বিজয় টিভির জেলা প্রতিনিধি ডিপটি প্রধান, গোবি খবরের সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল সুমন, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি এনামুল হক, মাই টিভির উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কর্মকার, আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি (বিজ্ঞাপন) আল-কাদরি কিবরিয়া সবুজ, সাংবাদিক মুক্তার হোসেন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সিনিয়র সদস্য বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু, প্রকাশ চন্দ্র গুপ্ত, শরিফুল ইসলাম, শাহীন শেখ, আব্দুল বাতেন লাবু, মোতাছিম বিল্লাহ, মিজানুর রহমান, শাহ সাজেদুর রহমান সোহেল, মহিউদ্দিন মাসুদ, সিহাব শেখ, রায়হান ফরহাদ লিখন, রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি নূর আলম আকন্দ, রফিকুল ইসলাম মণ্ডল, সাধারণ সম্পাদক বিকম শিখা দত্ত, কালামানিক দেব, মোস্তাফিজুর রহমান, রতন ঘোষ, নাদিরা, মিমি, সাংবাদিক অ্যাসোসিয়েশনের জোবাইদুর রহমান সাগর, ইায়াসির আরাফাত, সুমন সরকার, বাংলাদেশ প্রেস ক্লাবের ওলিউর রহমান ঝিনুক, আবু তারেক, আ. লতিফ প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে