বগুড়ায় কুঁড়ি’র মাসিক ৩য় সাহিত্য আসর

বগুড়ার শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি’র মাসিক ৩য় সাহিত্য আসর ৭ জানুয়ারি বিকাল ৪টায়, শহিদ টিটু মিলনায়তনের ৩০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।
শিশু-কিশোর সাহিত্য সংগঠন কুঁড়ি’র সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাহিত্য আসরে অংশ নিয়ে ছড়া, কবিতা ও ছোট গল্প পাঠ করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইসমাত জাহান ঊষা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের আলী বিন আজম, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের মায়াবী সরকার চৈতী ও সুস্মিতা সেন, এস ও এস হারম্যান মেইনার কলেজের আবু মুতাআলী উলফাত ও উদায়বা আনতারা ফাইরুজ, ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রাবেয়া আক্তার এবং বিন্তিয়া ইয়াছমিন, আসমানী জাহান ও নামিয়া রহমান মারিন। এরপর পঠিত ছড়া, কবিতা ও ছোট গল্পের ওপর আলোচনা করেন শিশু-কিশোরসাহিত্য পত্রিকা মাসিক কুঁড়ি’র উপদেষ্টা সম্পাদক কবি সেলিম রেজা কাজল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন