প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২২ ২২:০২

বগুড়ায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় র‍্যাবের অভিযানে 
ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

বগুড়ায় প্রাইভেট কার থেকে  ৯৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোদারপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শহরের নিশিন্দারা পূর্ব খাঁ পাড়া এলাকার মৃত ইয়ার আলী শেখের ছেলে মমিন শেখ(৩৮) এবং শহরের চক সূত্রাপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সোবহান হোসেন(৪০)। এদের মধ্যে মমিন শেখ প্রাইভেট কার চালক। র‍্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের গোদারপাড়া বাজার বগুড়া-নওগাঁ মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে ৯৭ বোতল ফেন্সিডিল প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২৩৫৮৫,) এবং নগদ টাকা ও মোবাইল ফোন সহ মমিন ও সোবহানকে গ্রেফতার করা হয়। 
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে