প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২ ০০:০৮

বিধি-নিষেধ ভঙ্গ করায় বগুড়ায় ৫৯ জনকে অর্থদন্ড

ষ্টাফ রিপোর্টার
বিধি-নিষেধ ভঙ্গ করায়
বগুড়ায় ৫৯ জনকে অর্থদন্ড

করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশে দেয়া ১১ দফা বিধিনিষেধ মানাতে বগুড়া শহরসহ জেলার প্রতিটি উপজেলায় কঠোরভাবে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।  

শনিবার দিনব্যাপী বিধি-নিষেধ কার্যকর করতে বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বাধীন পৃথক পৃথক আদালতে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ও দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী পৌর এলাকায় ৭ টি মামলায় ৪ হাজার টাকা ও জেলার ১২টি উপজেলায় ৫২ টি মামলায় ১৬ হাজার ৮৫০ টাকা জরিমানা করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় ৫৯ মামলায় ভ্রাম্যমাণ আদালত ৫৯ জনকে মোট ২০ হাজার ৮৫০ টাকা অর্থদন্ড প্রদান করে। অর্থদন্ডের শিকার অধিকাংশ মানুষের মুখেই মাস্ক ছিলোনা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন জেলা পুলিশ ও এপিবিএন পুলিশ এর সদস্যরা।
বিধি-নিষেধ মানাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সালাহ্উদ্দিন আহম্মেদ জানান, গত ১০ই জানুয়ারী মন্ত্রিপরিষদ বিভাগ হতে ১১ দফা নির্দেশনা জারি হয়েছে। সেটির আলোকে বগুড়া জেলা প্রশাসক এর নির্দেশে শুধু বগুড়া শহর নয় জেলার সকল উপজেলাতেও বিধি নিষেধ মানাতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে যা আরো কঠোরভাবে পরিচালিত হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে