বগুড়ার পল্লীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ওষুধ প্রয়োগ করায় আলুর ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ওষুধ প্রয়োগ করায় আলুর ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরব ইউপির জানগ্রামের কৃষক সালাউদ্দিন কর্তৃক স্থানীয় জানগ্রাম বাজারের কীটনাশক ব্যবসায়ী হানিফের দোকান থেকে আলুর জমিতে দেওয়ার জন্য ওষুধ কিনে। ওষুধ নেওয়ার পর তার মাঠে লাগানো ৩ বিঘা আলুর জমিতে ওই ওষুধ প্রয়োগ করে। ফসলে ওষুধ প্রয়োগ করার পর থেকে ধীরে ধীরে আলুর গাছ মরে যেতে থাকে। কৃষক সালাউদ্দিন সংবাদ কর্মীদের জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার ফলে আমার আলুর গাছ মরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ১৭ জানুয়ারি কীটনাশক ব্যবসায়ী হানিফের নিকট জানতে চাওয়া হলে, তিনি জানান, কৃষক সালাউদ্দিন কীটনাশক ওষুধ আমার দোকান থেকে নিয়েছে, তার আলুর জমির ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টি লোক মুখে আমি শুনেছি। সবমিলিয়ে সরেজমিনে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ করনা করেন ক্ষতিগ্রস্ত কৃষক।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন