বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯ জন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে কোনো প্রাণহানি না হলেও ১৭১টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ২৯ জন। পরীক্ষা হিসেবে বগুড়ায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৫১ শতাংশ।
সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৬ জনেই অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪ জন। এছাড়াও বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২০, মোহাম্মদ আলী হাসপাতালে ১৪ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন রয়েছেন।
.দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন