প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ২১:৪২

নামুজায় একই রাতে ৫টি সেচ পাম্পের বিদ্যুৎ এর মিটার চুরি!

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
নামুজায় একই রাতে ৫টি সেচ 
পাম্পের বিদ্যুৎ এর মিটার চুরি!

বগুড়া সদরের নামুজায় একই রাতে ৪টি সেচ-পাম্প ও ১টি পেপার মিলের বিদ্যুৎ এর মিটার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, নামুজা ইউপির বগারপাড়া গ্রামের মাঠে অবস্থিত বগারপাড়া গ্রামের মৃত হামিদ আলী আকন্দের পুত্র ইলিয়াস আলীর সেচ-পাম্প, মৃত ফমির উদ্দিন মোল্লার পুত্র ফারুক হোসেনের সেচ-পাম্প, মৃত জোব্বার চেয়ারম্যানের পুত্র বাদশা মিয়ার সেচ-পাম্প, নাথপাড়ার নিরমল এর পুত্র সুশিল চন্দ্রের সেচ-পাম্প ও নুরুল হুদার পেপার মিলের পল্লী বিদ্যুৎ সংযোগের মিটার গত ১৭ জানুয়ারি (সোমবার) দিবাগত রাতে চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে নামুজা ইউপির দায়ীত্বপ্রাপ্ত বিট অফিসার বগুড়া সদর থানার এসআই মন্তাজ জানান, বিদ্যুৎ সংযোগের মিটার চুরি হওয়া সংক্রান্ত ১টি লিখিত অভিযোগ পেয়েছি। সেচ-পাম্পের ভরা মৌসুমে বিদ্যুৎ এর মিটার চুরি হওয়া নিয়ে কৃষক চিন্তিত।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে