প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২ ২২:০১

হুইপ স্বপনের বাবার দাফন সম্পন্ন

জয়পুরহাট ব্যুরো:
হুইপ স্বপনের বাবার দাফন সম্পন্ন

মহান জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি’র পিতা আলহাজ্ব শরীফ উদ্দিন মন্ডলের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পাঁচবিবি উপজেলার শেখ রাসেল মিনি  স্টেডিয়ামে ও জয়পুরহাট সদর উপজেলার নিজ গ্রামে রামকৃষ্ণপুরে বেলা সাড়ে ১১ টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

সোমবার (১৭ জানুয়ারি  সন্ধ্যা ৭টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।) তিনি প্রায় দেড় মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিনকন্যা, এক ভাই, দুই বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

জানাজায় মরহুমের বড় সন্তান হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সংসদ সদস্য শামছুল আলম দুদু, হুইপের একমাত্র ছোট ভাই ও মরহুমের ছোট সন্তান আবু সাঈদ আল-মাহবুব চন্দন, জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন, জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাঁচবিবির পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, মরহুমের স্বজন, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ধর্মপ্রান মুসলমান সহ শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। 
এদিকে, জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে শোকহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে