বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

বগুড়ায় নির্মাণাধীন ভবনের ৫ তলা ছাদ থেকে পরে শহিদুল ইসলাম (৪৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় শহরের স্নিগ্ধা আবাসিক রজনীগন্ধা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আব্দুল মালেক (৪৫) নামে
আরেক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহত শহিদুল ও আহত মালেক গাবতলী উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। তারা আজিমুদ্দিন ও মৃত কাজিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্নিগ্ধা আবাসিক রজনীগন্ধা গেট এলাকায় আব্দুর রশিদের বন্ধন নামের একটি নির্মাণাধীন ৮ তলা ভবনের কাজ চলছিল। বিকেলে অসাবধানবশত ৫ তলার ছাদে কাঠের চৌঁকি সরানোর সময় দু'জন পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন। আহত মালেক বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিল্লুর রহমান জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে আমি হাসপাতালে আছি। ভিকটিমদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন