প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ২৩:১৩

বগুড়ায় রেকর্ড সংখ্যাক করোনায় আক্রান্ত দিন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় রেকর্ড সংখ্যাক করোনায় আক্রান্ত দিন

বগুড়াকে রেডজোন ঘোষণার দিনেই চলতি জানুয়ারি মাসে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হলো। একদিনের ব্যবধানে ৫৬ থেকে বেড়ে বুধবার ৯৪ জনে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে। বলা হচ্ছে গত আট মাসের মধ্যে বগুড়ায়  এটায় সবেচেয়ে বেশি সংখ্যাক আক্রান্ত হলো।   

বুধবার বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ শাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ২৩৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, শেরপুরে ২, দুপচাঁচিয়া ১, গাবতলীতে ৪, শাজাহানপুরে ৫, ধুনট ১, আদমদিঘিতে ২, শিবগঞ্জে ১ জন। 
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৪ জন আক্রান্ত হন। জিনএক্সপার্ট টেস্টে ১১ জন,  টিএমএসএস মেডিকেলে ১৩ আক্রান্ত হন।  
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলো ২২ হাজার ১৩৯জন। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪ জন। মোট সুস্থ হলো ২১ হাজার ২১৪ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৮৮ জনের।
এছাড়া জেলার তিন হাসপাতালে করোনায় ৫৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ১৩, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৩২, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৯ জন রয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে