প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২২ ২৩:১৮

বগুড়ায় স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় স্বাস্থ্যবিধি মানাতে 
ভ্রাম্যমান আদালতের অভিযান

বগুড়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে জলেশ্বরীতলা এলাকায় কোচিং সেন্টার ও রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদৎ হুসেইন।
সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদৎ হুসেইন বলেন, তিনি জলেশ্বরীতলা এলাকায় রেস্টুরেন্ট ও কোচিং সেন্টারে করোনাকালীন বর্তমান বিধি নিষেধ মানাতে ও সতর্ক করতে অভিযান পরিচালনা করেছেন। রেস্টুরেন্টে অবশ্যই টিকা কার্ড পরিদর্শন করে ঢুকতে হবে। কোচিং সেন্টারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অবশ্যই মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মানাতে তাদের এই অভিযান অব্যহত থাকবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে