বগুড়ায় ফার্মেসীর আড়ালে মাদক ব্যবসা, নিষিদ্ধ ট্যাবলেটসহ র্যাবের হাতে গ্রেফতার

বগুড়ায় মাদকদ্রব্য ২ হাজার ৯'শ ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিনুল ইসলাম (৩৪) যুবককে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুর দেড়টায় শহরের সাতমাথায় মেরিনা নদী বাংলা কমপ্লেক্সের মমিন ড্রাগ হাউজ থেকে তাকে গ্রেফতার করা হয়৷
গ্রেফতার হওয়া মমিন ওই দোকানটির মালিক ও গাবতলী উপজেলার গজারিয়া গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে।
র্যাব-১২ বগুড়া সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পাড়ে মেরিনা মার্কেটের মমিন ড্রাগ হাউজে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে। এরপর শনিবার দুপুরে তারা সেখানে অভিযান চালিয়ে দোকান মালিক মমিনকে ২হাজার ৯'শ ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াড্রন লিডার) সোহরাব হোসেন জানান, গ্রেফতার মমিন ঔষধ ব্যবসার আড়ালে মাদকদ্রব্য বিক্রি শুরু করেছিল। তাকে আমরা হাতেনাতে গ্রেফতার করেছি। মমিনের বিরুদ্ধে সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন