প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২২ ২১:৪৯

বুড়িগঞ্জে সার্বজনীন মহা শ্মাশানের উন্নয়ন কাজ চলছে ব্যাক্তি উদ্যোগে

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বুড়িগঞ্জে সার্বজনীন মহা শ্মাশানের 
উন্নয়ন কাজ চলছে ব্যাক্তি উদ্যোগে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে সার্বজনীন মহা শ্মশানের উন্নয়ন কাজ চলছে ব্যাক্তি উদ্যোগে। বিবরণে প্রকাশ, বুড়িগঞ্জের উত্তর ছাতড়া গ্রামের পূর্ব পার্শ্বে নাগর নদীর তীরে অবস্থিত সনাতন ধর্মের সার্বজনীন বুড়িগঞ্জ মহা শ্মশান। মহা শ্মশানটি বহু পুরাতুন হলেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। বুড়িগঞ্জ মহা শ্মশানে আশ-পাশ এলাকার ১৫ থেকে ২০টি গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোক মারা গেলে দাহ অথবা সমাধী করা হয় ওই শ্মশানে। ওই শ্মশানে বীর মুক্তিযোদ্ধা হীরা লাল বাবুসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গের দাহ বা সমাধী করা হয়েছে। বর্ষা মৌসুমে শ্মশানটিতে যাতায়তের রাস্তা এতো খারাপ যে দাহ বা সমাধী করার জন্য যেতে অনেক কষ্টের সম্মখীন হতে হয়। এছাড়াও নেই কোন শ্মশান যাত্রী ছাউনি দাহর জন্য নিয়ে যাওয়া জ্বালানী বৃষ্টির পানিতে ভিজে যায়। ওই শ্মশানে মৃত্যু ব্যাক্তির জন্য প্রার্থনা, গীতাপাঠ, ভোগ বিতরণসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাওয়া ব্যাক্তিদের প্রাকৃতিক দূর্যোগ হলে সর্মস্যায় পড়তে হয়। সরকারি উন্নয়নের কোন ছোঁয়া না লাগায় বুড়িগঞ্জ বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী উৎপল কুমার সাহার নিজস্ব অর্থয়ানে উন্নয়ন কাজ। ২১ জানুয়ারি শেষ বিকালে সরেজমিনে পরিচালনা করছেন বিশিষ্ট ব্যাবসায়ী উজ্জল কুমার সাহা। 
মহা শ্মাশানে ব্যাক্তি উদ্যোগে উন্নয়ন কাজ করায় হিন্দু সম্পদায়রে লোকজনেরা সাধুবাদ জানিয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে