গাবতলীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে মারপিট নির্বাচনী অফিসও সিএনজি ভাঙচুর

বগুড়ার গাবতলীতে সোনারায় ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আজাদুল ইসলামকে মারপিট, নির্বাচনী অফিস ও প্রচারণার কাজে ব্যবহৃত ২টি সিএনজি ভাঙচুর করার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। গত ২৩জানুয়ারি রাত সাড়ে ৮টায় উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া হাটে এই ঘটনা ঘটে।
অভিযোগসূত্রে জানা গেছে, আগামী ৩১জানুয়ারি ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৩জানুয়ারি রাত সাড়ে ৮টায় গাবতলীর সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া হাটে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আজাদুল ইসলাম (মোটর সাইকেল মার্কা) নির্বাচনী পথ সভা করছিলেন। এ সময় প্রতিপক্ষরা নির্বাচনী পথসভার সামনে এসে মিটিং ভন্ডুল করতে বিকট শব্দে মাইক বাজাতে থাকে। উচ্চ শব্দে মাইক বাজাতে নিষেধ করলে ওই প্রতিপক্ষরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে চেয়ারম্যান প্রার্থী আজাদুল ইসলাম ও তার নির্বাচনী কর্মী-সমর্থক রেজাউল, আলীম, আবুল ফজল ও আবুল কালামকে মারপিট করে নির্বাচনী অফিস ও ২টি সিএনজি ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আজাদুল ইসলাম গতকাল সোমবার বাদী হয়ে সোনারায় ইউনিয়নের খুপী দড়িপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মোহাম্মাদ মাষ্টার (৫০)কে প্রধান করে ২০/৩০জনকে অজ্ঞাত করে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ব্যাপারে গতকাল সোমবার বিকেলে মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমরা হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন