বগুড়ায় করোনায় নারীর মৃত্যু : শনাক্ত ১৬৬
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বদরুন্নেসা (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু এবং নতুন করে করে আক্রান্ত হয়েছে ১৬৬ জন।
শুক্রবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা শাহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে বগুড়া সদরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪০৩ নমুনায় ১৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ১৯ শতাংশ।
নতুন ১৬৬ জনের মধ্যে বগুড়া সদরের ১০৭ জন, শাজাহানপুরে ১৯জন, গাবতলীর ১৫জন, দুপচাঁচিয়ায় ১২জন, কাহালুতে ৫জন, আদমদীঘিতে ৪জন, ধুনটে ৩জন এবং বাকি একজন শেরপুরের বাসিন্দা। জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪৭ জন এর মধ্যে নতুন করে ৩০ জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৮ জন এবং নতুন করে একজন মারা যাওয়ায় মোট মৃত্যু ৬৯১ জনে দাঁড়িয়েছে। করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ৮৯জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ৩৩জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ৪০জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৬জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
