প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২ ১৬:১৮
সেনবাগে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
অনলাইন ডেস্ক
নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ২টায় দেবীসিংহপুর আইচের টেক ও কুতুবেরহাটের মাঝামাঝি সড়কে ব্রিজের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ৩১ জানুয়ারি নবীপুর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র এনে লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি সেনবাগের নবীপুর ইউনিয়নে স্থগিত হওয়া নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
