শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নয় বছর পর সম্মেলন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন দশ প্রার্থী

সকল জল্পনাকল্পনা অবসান ঘটিয়ে কাঙ্খিত বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নয় বছর পর ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিপূর্বে তিন বার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও করোনা মহামারির কারণে তা বার বার পিছিয়েছে। সর্বশেষ ২০১২ সালে শিবগঞ্জ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নয় বছর পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দিন ধার্য হয়েছিল গত ২০২০ সালের ২৭ ডিসেম্বর। কিন্তু পরে তা স্থগিত করা হয়। ২০২১ সালের ৩০ মার্চ ২য় দফায় স্থগিত ঘোষণা করা হয় শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সর্বশেষ চলতি বছরের ২২ জানুয়ারি এই উপজেলায় সম্মেলনের ঘোষণায় নেতা কর্মীদের মধ্যে উৎসব বিরাজ করলেও পরে জেলা আওয়ামী লীগের স্থগিতাদেশে তা পুনরায় ম্লান হয়ে যায়। অবশেষে ১ ফেব্রুয়ারি চতুর্থ দফায় এই উপজেলায় আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য হয়েছে। এই সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি টি জামান নিকেতা ।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ৪র্থ বারে এসে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা মুক্তিযোদ্ধা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৪৮৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুন নেতা নির্বাচন করবেন। সম্মেলন বিষয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা বলেন, দীর্ঘ নয় বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে দলীয় নেতা কর্মীদের মাঝে উৎসবের ইমেজ বিরাজ করছে। বর্তমান সভাপতি আজিজুল হক বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। সম্মেলন কে ঘিরে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। করোনার কারণে সীমিত পরিসরে সরকারি বিধি-নিষেধ মেনে সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কাউন্সিলররা ভোটের মাধ্যমে ত্যাগী ও যোগ্য নেতা নির্ধারণ করবেন বলে আশা করছি। সাধারণ সম্পাদক প্রার্থী জেলা আওয়ামীলীগ নেতা মেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার বিএনপি জামায়াত বিদ্যেষিত এলাকায় শিবগঞ্জে স্বাধীনতার দীর্ঘদিন পর নৌকা মার্কা নিয়ে পর পর দুই বার মেয়র নির্বাচিত হয়েছি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে নৌকা মার্কা প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারনা চালানোর পর জনগণ ও ভোটারদের আস্থা অর্জন করে ১২ ইউনিয়নের মধ্যে ৮টিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। আগামীতে বড় কিছু উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুখে-দুখে পাশে রয়েছি। সবাই একক ভাবে প্রার্থী হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তৃণমূল নেতাদের মূল্যায়ন করতে আমরাই শুধু প্যানেলে কাউন্সিলরদের কাছ থেকে ভোট ও সমর্থন চাইছি। আমাদের প্যানেল সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন