বগুড়ায় অটোরিকশার চোরাই ব্যাটারিসহ ৪ জন গ্রেফতার

বগুড়ায় শনিবার সকালে শহরের চকসূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশার চারটি চোরাই ব্যাটারিসহ ৪ জনকে গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ফরহাদ (২৮), মাসুম প্রামানিক লেদো (২৮), শহর লাল (৪৭) ও শুভ ইসলাম নয়ন (২৭)। গ্রেফতারকৃত সবাই বগুড়া জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা যারা দীর্ঘদিন যাবত নানা ছিঁচকে চুরির মতো নানা অপরাধে যুক্ত।
পুলিশের দাবি, অভিযানের সময় গ্রেফতার ৪ জনের কাছ থেকে ২ টি ধারালো চাকু ও ৩০ টি বিভিন্ন রকম তালা খোলার চাবি উদ্ধার করা হয়েছে। তারা সবাই অটোরিকশা চোরাই চক্রের সদস্য।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় থেকে অটোরিকশা ব্যাটারি চুরি করে চোরাইভাবে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। একই সাথে তিনি বলেন জেলা পুলিশ সুপারের নেতৃত্বে এমন অভিযান চলমান থাকবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন