দুপচাঁচিয়ায় পানিতে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে পড়ে জাকারিয়া রহমান নামের চার বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জাকারিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজারের কাঠ ব্যবসায়ী আরিফুল ইসলামের একমাত্র ছেলে। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৭টার দিকে জাকারিয়া সকলের অগোচরে বাড়ির নিকটস্থ পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় জাকারিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির নিকটস্থ ওই পুকুরে জাকারিয়ার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর পানিতে পড়ে শিশু জাকারিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন