প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৩

গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি সদস্যকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি সদস্যকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ

বগুড়ার গাবতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় মোঃ জহুরুল ইসলাম (৫৫) নামের নব-নির্বাচিত এক ইউপি সদস্যকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহুরুল উপজেলার সোনারায় ইউনিয়নের সাবেকপাড়া গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে। এদিকে স্থানীয় অনেকেই দাবী করেছেন বিজয়ী প্রার্থী জহুরুলকে ফাঁসানোর জন্যই এই আগুন ও মন্দিরের গেট ভাংচুর করেছে পরাজিত প্রার্থী উজ্জল কুমার দাসের কর্মী-সমর্থকরা।  
জানা গেছে, ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ৩১জানুয়ারিতে বগুড়ার গাবতলীতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তবে  উপজেলার সোনারায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেকপাড়া গ্রামে সাবেকপাড়া দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রের ফলাফলে ইউপি সদস্য প্রার্থী জহুরুল ইসলাম বিপুল ভোটে বিজয়ী হন। কিন্তু এই ফলাফল কিছুতেই মেনে নিতে পারছিলেন না ওই ২নং ওয়ার্ডের পরাজিত ইউপি সদস্য প্রার্থী উজ্জল কুমার দাস ও তার সমর্থকরা। তারা ক্ষুব্ধ হয়ে উঠেন। এক পর্যায়ে ৩১জানুয়ারি সন্ধ্যারাতে কে বা কারা স্থানীয় সাবেকপাড়া দূর্গামন্দিরের গেট ভাঙচুর করে এবং খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী উজ্জল কুমার দাস বাদী হয়ে জয়ী ইউপি সদস্য প্রার্থী জহুরুল ইসলামের নামে মন্দির ভাঙচুর ও খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ এনে থানায় একটি মামলা করেন। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নাজরান রউফ, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত আলী এবং গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনার রাতেই সাবেকপাড়া গ্রামে ছুটে যান এবং অভিযুক্ত নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলামকে গ্রেফতার করে গতকাল জেলহাজতে প্রেরণ করেন। এদিকে নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলামকে গ্রেফতার বিষয়ে স্থানীয় সাবেকপাড়া গ্রামের একাধিকসূত্র জানান, নবনির্বাচিত ইউপি সদস্য জহুরুল ইসলামকে ফাঁসানোর জন্যই পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা নিজেরাই নিজেদের খড়ের পালায় আগুন দিয়েছে এবং মন্দিরের গেট ভাংচুর করেছে। এ প্রসঙ্গে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, দুই ইউপি সদস্য প্রার্থীর দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনায় কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে