প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৪৬

নন্দীগ্রামে বিএনপি নেতার মটরসাইকেল চুরি

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি
নন্দীগ্রামে বিএনপি নেতার মটরসাইকেল চুরি

নন্দীগ্রামে বিএনপি নেতার বাইক চুরির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কৌহুলি গ্রামের আলহাজ¦ মতলেব আলীর ছেলে  উপজেলা বিএনপি নেতা মোঃ আব্দুর রহিম একটি ১৫০ সিসি পালসার মটরসাইকেল নিয়ে ৩১ জানুয়ারি বিকেল বেলায় নন্দীগ্রাম টু শেরপুর রাস্তা সংলগ্ন সিংড়া খালাস গ্রামের তাহেরুলের বাড়ির সামনের রাস্তার পার্শে মটরসাইকেলটি রেখে  শ্রমিক তাহেরুলের বাড়িতে একটি সালিশ করার জন্য বাড়ির ভিতরে প্রবেশ করে। সালিশ শেষে ফিরে এসে দেখে তার বাইকটি কে/বা কাহারা চুরি করে নিয়ে গেছে, যাহার নাম্বার বগুড়া-ল ১৩-১৮৫৪ এ বিষয়ে নন্দীগ্রাম থানার (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাইক চুরির ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে