প্রকাশিত : ১ ফেব্রুয়ারী, ২০২২ ২১:৫৮

বগুড়া গাবতলীতে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পূজা উদযাপন পরিষদের নিন্দা ও প্রতিবাদ

ষ্টাফ রিপোর্টার
বগুড়া গাবতলীতে হিন্দুপাড়ায় হামলার ঘটনায়
পূজা উদযাপন পরিষদের নিন্দা ও প্রতিবাদ

৬ষ্ঠ ধাপে ৩১শে জানুয়ারী সোমবার বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ সাবেকপাড়া এলাকার হিন্দুপাড়ায় সার্বজনীন দুর্গামন্দিরের গেট ভাংচুর এবং এলাকার ৫টি খড়ের পালায় আগুন দেয়াসহ দুবৃর্ত্তদের আকষ্মিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। একই সাথে দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন তারা। 

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বিবৃতি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাবেক সভাপতি দিলীপ কুমার দেব, বগুড়া জেলা শাখার বর্তমান সভাপতি সাগর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার দাশ (সমর), সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ কুমার রায় প্রমুখ। বিজ্ঞপ্তি প্রসঙ্গে মুঠোফোনে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায়ের সাথে কথা বললে তিনি জানান, গত ৩১শে জানুয়ারী সোমবার বগুড়ার ৪টি উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে সকল ধর্মের মানুষ উৎসবমুখরভাবে অংশগ্রহণ করেছেন। কিন্তু জেলার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় নির্বাচন পরবর্তী সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় আকষ্মিক দুবৃর্ত্তদের দ্বারা ইচ্ছাকৃত ও সুপরিকল্পিতভাবে এলাকার সার্বজনীন দুর্গামন্দিরের গেট ভাংচুর করাসহ সনাতন ধর্মাবলম্বী মানুষদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে যা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জার। শুধু তাই নয় এলাকার প্রায় ৫টি খড়ের পালায় আগুন দেয়া হয়েছিল যা অনেক বড় আকার ধারণ করতে পারত। উক্ত ঘটনায় ঐ এলাকার সনাতন ধর্মাবলম্বী মানুষরাও বেশ আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত। তিনি সংগঠনের পক্ষে দ্রুততম সময়ে দোষীদের গ্রেফতারপূবর্ক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে