প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২২ ০০:৩৬

যাত্রীবাহী কোচের চাপায় ধুনটের চা বিক্রেতা নিহত

ধুনট বগুড়া প্রতিনিধি
যাত্রীবাহী কোচের চাপায় ধুনটের
চা বিক্রেতা নিহত

বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকায় যাত্রীবাহী কোচের চাপায় সুজন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সুজন ধুনট উপজেলার গোসাইবাড়ী গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। সে দীর্ঘদিন ধরে তার বিধবা মায়ের সঙ্গে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে একটি চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।

প্রতিবেশি বিপু হোসেন জানান, চা বিক্রেতা সুজন তার শালিকার শ^শুর বাড়ি শেরপুরে বেড়াতে যায়। সেখানে দাওয়াত খেয়ে শনিবার রাত ১০টার দিকে সুজন শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার বিশ^রোড পারাপার হতে গেলে যাত্রীবাহী কোচের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক ঘন্টা পরই তার মৃত্যু হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে