দুপচাঁচিয়ায় পুলিশ সুপারের সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন ও কম্বল বিতরণ

সরস্বতী পূজা উপলক্ষে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রতর্বী বিপিএম দুপচাঁচিয়া পৌর এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও কম্বল বিতরণ করেন। গত শনিবার সন্ধ্যায় বুড়া কালীতলা সরস্বতী পূজা মন্ডপে এ উপলক্ষে এক আলোচনা সভা থানার অফিসার ইনচার্জ হাসান আলীর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রতর্বী বিপিএম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, আ’লীগ নেত্রী শামীমা আক্তার মুক্তা, সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যাম মোয়াজ্জেম হোসেন, পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান সাগর, আকরাম হোসেন, আব্দুস সালাম আলম প্রমুখ। আলোচনা সভা শেষে জেলা পুলিশের পক্ষ থেকে শীতার্ত দুঃস্থ মানুষদের মাঝে ২’শ কম্বল বিতরণ করেন প্রধান অতিথি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন