বগুড়ায় করোনায় বৃদ্ধার মৃত্যু: আক্রান্ত ৯২ জন

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আশরাফুন নেসা (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু এবং নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ জন। বগুড়া সদরের বাসিন্দা আশরাফুন নেসা শনিবার রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান।
রোববার বগুড়া সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ৩৮৭ নমুনায় ৯২ জন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৭২ শতাংশ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করে ৬২ জনের ও টিএমএসএস মেডিকেল কলেজের করোনা শনাক্ত হয়েছেন ১৩ জন। এছাড়া এন্টিজেন পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩ জন এবং বাকি ৪ জন জিন এক্সপার্ট মেশিনের পরীক্ষায় শনাক্ত হয়েছেন।
নতুন ৯২জনের মধ্যে বগুড়া সদরের ৬৫জন, শাজাহানপুরের ৮জন, শেরপুরে ৪জন, ধুনটে ২জন, শিবগঞ্জে ৫জন, কাহালুতে ১, গাবতলীতে ৪জন, দুপচাঁচিয়ায় ৩জন। জেলায় এ পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৪১৭টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৫২ জন। এর মধ্যে নতুন করে ৬৫ জনসহ সুস্থ হয়েছেন ২১ হাজার ৯৪৯জন এবং নতুন করে একজন মারা যাওয়ায় মোট মৃত্যু ৬৯৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে জেলার করোনা বিশেষায়িত ৩টি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন ১১৪জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ৫৬জন, মোহাম্মাদ আলী হাসপাতালে ৪০জন এবং টিএমএসএস হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১৪জন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নির্ধারিত বেডে রোগী রয়েছেন ৪জন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন